নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় মদ পান করে মাতলামির সময় তাহের মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে দেশীয় মদ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে বহুলা গ্রামের মৃত ইউসুব আলীর পুত্র।
শুক্রবার রাত ৮টায় মদ পান করে পথচারীদের গালমন্দ করে। তার মাতলামি অতিরিক্ত পর্যায়ে চলে গেলে স্থানীয় লোকজন সদর থানায় খবর দেয়।
এসআই দৌস মোহাম্মদ ও মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় তার কাছ থেকে ২ লিটার দেশী মদ ও ৪ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।