নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ এলাকার রাজাবাদ গ্রামের পশ্চিম মাঠে প্যানেল মেয়র এটিএম সালাম ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে উক্ত খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি সাইফুল জাহান চৌধুরী ও আওয়ামীলীগ নেতা প্যানেল মেয়র এটিএম সালাম। এর আগে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক পারভেজ আহমদের পরিচালনায় এবং বিশিষ্ট মুরুব্বী জয়নাল আবেদীন নীল মনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস শহীদ, আব্দুস ছুবান, বাবলু দাশ, মহসিন মিয়া, মোস্তাকিম, নাহিদ, প্রমূখ। টুর্নামেন্টে ১৬টি টিম অংশ গ্রহন করেছে। উদ্বোধনী খেলায় শাখা বরাক স্পোটিং ক্লাবকে হারিয়ে রামপুর-চানপুর স্পোটিং ক্লাব জয়ী হয়েছে। উক্ত উদ্বোধনী খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ঘটে।