ফারুক মিয়া, চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পাইকুড়া গ্রামের মৃত আঃ জব্বারের পুত্র আব্দুল নূর (৭০) ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, গতকাল শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই কাশী চন্দ্র শর্মার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পাইকুড়া গ্রামের আব্দুল নূরের বসতঘরের গোয়াল ঘর থেকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, আব্দুল নূরের বিরুদ্ধে সি.আর ৬১/৯০ এর মামলায় ৬ মাসের সাজা প্রদান করেন আদালত। ছাবিবশ বৎসর পরেও ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টের আসামী ছিল। সে এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। বৃদ্ধা আব্দুল নূর পুলিশের হাত থেকে ৬ মাসের সাজার মামলার আসামী হয়েও রক্ষা পেল না। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। পরে আব্দুল নূরকে হবিগঞ্জ জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।