বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরে পঞ্চম বংশধর সৈয়দ অলিউর রহমান খোকন এর উদ্যেগে হযরত সৈয়দ শাহ্ শরীফ উদ্দিন(রঃ)ইয়ামেনী,বাগদাদীর বাৎসরিক ইছালে ছওয়াব ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাদ জোহর মাজার মসজিদ প্রাঙ্গনে ইছালে ছওয়াব ও কোরআন খতম এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইছালে ছওয়াব মাহফিলের মোনাজাত পরিচালনা করেন,বংশধর হযরত মাওলানা মুফতি সৈয়দ শাহিদুল ইসলাম।
উক্ত মিলাদ মাহফিলের পর মাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতিসহ মাজার পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও সকল বংশধরদের সঙ্গে নিয়ে হযরত সৈয়দ শাহ্ শরীফ উদ্দিন(রঃ)ইয়ামেনী,বাগদাদীর মাজারে বংশধরদের স্থায়ী ঠিকানার ফলক উন্মোচন করা হয়।
পরিশেষে হযরত সৈয়দ শাহ্ শরীফ উদ্দিন(রঃ)ইয়ামেনী,বাগদাদীর নামে মাজার গেইটের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।