দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :দীর্ঘ ৬ বছর পর কর্মী নিয়োগ নিয়ে সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক চলছে। সোমবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে বৈঠকে শুরু হয়েছে।
বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী আহমেদ এফ আল ফাহিদ।
এদিকে সৌদি আরবে যেতে ইচ্ছুক কর্মীদের (পুরুষ ও নারী) নাম নিবন্ধনের জন্য সোমবার থেকে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪ দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড মেলার আয়োজন করেছে জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। বৃহস্পতিবার পর্যন্ত মেলা চলবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।