নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বাহুবল উপজেলার হবিগঞ্জ ৭ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে নারী ভোটাররা এগিয়ে।
বুধবার সকাল ১১টায় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ১৫ নারী ভোটারের মধ্যে সব কয়টি ভোট প্রদান করা হয়।
এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. তৌহিদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, এখানে মোট ভোটার সংখ্যা ৬৭। তন্মধ্যে পুরুষ ৫২ মহিলা ১৫। সকাল ১১টার মধ্যে নারী ভোটারদের ভোট গ্রহন শেষ হয়েছে। মোট ভোট পড়েছে ৫৫ টি।
বাহুবল উপজেলা পরিষদ ঘুরে দেখা যায় ভোটার সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা। পোষ্টারে পোষ্টারে ছেয়ে যায় উপজেলা চত্তর, এর মধ্যে বিজয়ের অপেক্ষার রয়েছে প্রার্থীরা।
বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই জানান, ভোট দিয়েছি সকালেই, ফলের অপেক্ষায় রয়েছি, কে পড়বে বিজয়ের মালা এটাই দেখার বিষয়।