চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ শতাধিক ছাত্র-ছাত্রী/শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিলের সভাপতিত্বে ও উপজেলা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের সেক্রেটারী মাসুক মিয়া মাষ্টারের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল ইসলাম, চুনারুঘাট ওসি (তদন্ত) নূরুল ইসলাম।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা হাই স্কুল শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, ডি.সি.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিক আলী, মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের সহ-সভাপতি সুপার আব্দুল খালেক, কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম দুদু মিয়া, মিরাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, পাইকপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল খায়ের শানু, আদমপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি সাংবাদিক নূরুল আমিন, সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া, কাজী সুজন, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।