চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ৫ তলা ভবন নির্মাণের কাজ সোমবার বিকাল ৩টায় জামে মসজিদে ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আরজু মিয়া মাষ্টারের সভাপতিত্বে ও মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলীর পরিচালনায় ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের প্রখ্যাত আলেম মাওলানা তাফাজ্জুল হক সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি চুনারুঘাটের কৃতিসন্তান আব্দুল হাই, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামসু। এতে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ইন্তাজ উল্লা, বিশিষ্ট মুরুব্বী মীর ছুরুক আলী, মসজিদ কমিটির সেক্রেটারী মাসুক মিয়া, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার, দৈনিক তরফবার্তার সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, আলহাজ্ব ছমির হোসেন মহালদার, আইয়ুব আলী মহালদার, খুর্শেদ আলী মহালদার, মীর সিরাজ আলী, মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের সেক্রেটারী মাসুক মিয়া মাষ্টার, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়া, সাংবাদিক মা সাংবাদিক মহিদ আহমদ চৌধুরী, নূরুল আমিন, আলেম উলামা, বিশিষ্ট মুরুব্বিয়ান, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শত শত মুসল্লীয়ান উপস্থিত ছিলেন। সভাশেষে প্রধান অতিথি আল্লামা তাফাজ্জুল হক সাহেব দোয়া মোনাজাতের পর ৫ তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।