মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : গত ২৬ ডিসেম্বর নাসিরনগর উপজেলাধীন বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের চিতনা ইউ/পি শাখার উদ্যোগে এক কর্মী সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের কেন্দ্রীয় সভাপতি ও ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব সৈয়দ আবু বকর সিদ্দিক।
তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকার যদি ভিন্ন দেশে ঘুর্ণি ঝরের কারনে ক্ষতি গ্রস্থদের পাশে দাড়ায় এবং ত্রান সামগ্রী পাঠানোর মাধ্যমে সহযোগিতা করে থাকেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে মানবিক বিবেচনায় নিয়ে “কেন মায়ানমারে নির্যাতিত মুসলমানদের পাশে সরকার দাড়ানোর এবং তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বাধা কোথায়” তিনি মানবতা স্লোগানকারী মানবাধিকার সংগঠনগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, কোথায় আপনাদের মানবতা আজ মায়ানমারের হাজার হাজার মুসলমান নারী পুরুষ ও শিশু বাচ্ছাদেরকে নির্বিচারে ও নির্মম ভাবে হত্যা করা হচ্ছে।
আজকে মায়ানমারে মানবতা বিপন্ন। তা হলে কি আমাদেরকে বুঝতে হবে আপনারা মুসলমানদেরকে নিচ্ছিন্ন করার জন্যই এই সকল সংগঠন করেছেন। আপনারা মনে রাখবেন মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনা, যখন মুসলমানদের ধৈর্যের বাধ ভেঙ্গে ফেলবেন, তখন সারা বিশ্বের মুসলিম তৌহিদী জনতা আর ঘরে বসে থাকবেনা। আপনারা মুসলমান হিসেবে নয় তাদের কে মানুষ হিসেবে মানবতার হাত বাড়িয়ে দিন, মিডিয়া ব্যক্তিত্ব দেরকে উদ্দেশ্যে বলেন, আপনারা পারেন একটি জন গোষ্টি কে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে, আপনারা ময়ানমারের নিরিহ মুসলিমদের আর্তনাদ এবং বুক ফাটা ক্রন্দন এবং তাদের প্রতি নির্যাতনের দৃশ্য গুলি মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের কাছে তোলে ধরেন।
যদি মুসলমান নিরিহ বলে তাদের এই আহাজারি মিডিয়াতে তোলে না ধরেন, তা হলে একদিন স্বাধারন মানুষ আপনাদের প্রতি আস্তা ও বিশ্বাস হারিয়ে ফেলবে। তাই আপনাদের বিবেক কে প্রশ্ন করুন আজ যদি এই নির্যাতনের শিকার আপনার কোন ভাই বা বোন হত তা হলে কি আপনারা নিরব থাকতে পারতেন, কারন নিজের বিবেক ই বড় আদালত মনে রাখবেন। হাশরের দিন আল্লাহ পাকের দরবারে তার জন্য জবাব দিতে হবে।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের কেন্দ্রীয় সহ সভাপতি পীরজাদা সৈয়দ সালমান ফার্সী, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ফয়সল, গবেষণা সম্পাদক মাওঃ রবিউল ইসলাম, চিতনা ইউ/পি সভাপতি মোঃ জুয়েল মিয়া সহ নেতৃবৃন্দসহবিভিন্ন ইউ/পি থেকে আগত নেতৃবৃন্দ প্রমুখ।