চুনারুঘাটে প্রতিনিধি ॥ বাংলাদেশ আন্জুমানে তালামিযে ইসলামীয়ার চুনারুঘাট উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ও কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টায় দিদার ম্যানশনে উদ্বোধন করেন পীরে কামেল আলাহাজ্ব হযরত মাওলানা আব্দুল কুদ্দুছ আমুরোডী পীর সাহেব কিবলা। সংগঠনের সভাপতি আমিমুল ইহসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ান আহমেদ চৌধুরী। জুবায়ের আহমেদ ও মোশারফ হোসেন এর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক অলিউর রহমান সানি, কেন্দ্রীয় সদস্য এম এ মোহিত রাসেল, হবিগঞ্জ জেলা শাখর সহ-সভাপতি খিজির আহমেদ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট মেয়র নাজিম উদ্দিন শামছু। প্রশিক্ষন প্রদান করেন বাংলাদেশ আনজুমানে আলইসলাহ চুনারুঘাট শাথার প্রশিক্ষন সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, আলইসলাহ প্রচার সম্পাদক মাওলানা শাহ আঃ সামাদ, মাওলানা ফজলুল হক, মাওলানা শাহ লুৎফুর রহমান নেছারী। এতে বক্তব্য রাখেণ মাওলানা আব্দুল কাইয়ূম, চুনারুঘাট পৌর আল ইসলাহ সহ-সভাপতি এমাদ উদ্দিন নোমান, মোঃ বেলাল আহমেদ, সাকিবুল হাসান তালুকদার, মোঃ জাবেদ আলী, মোঃ মামুনুর রশিদ, আলাউদ্দিন প্রমুখ। সভাশেষে র্যালী ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।