নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ভরপূর্ণি গ্রামে অভি রাণী দাশ (১৮) নামের এক নববধুর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। গৃহবধুর পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। স্বামীর বাড়ির লোকজন বলছেন সে আত্মহত্যা করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। অভি রাণীর পরিবার সুত্রে জানা যায়, প্রায় আড়াই মাস আগে লাখাই উপজেলার ভরপূর্ণি গ্রামের মৃত নরেশ দাসের পুত্র সুধীন দাশের সাথে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদীশ দাসের কন্যা অভি রাণী (১৮) কে বিয়ে দেয়া হয়। অভির স্বজনদের অভিযোগ বিয়ের পর থেকেই তার স্বামী ও আত্মীয় স্বজন নির্যাতন করতো।
গত শনিবার রাতে অভি তার পিতাকে জানায়, তার স্বামী তাকে নির্যাতন করছে। এক পর্যায়ে সুধীনের পরিবারের পক্ষ থেকে অভির পিত্রালয়ে খবর পাঠানো হয় সে আত্মহত্যা করেছে।
এদিকে ঘটনার পরপরই সুধিন ও তার পরিবারের লোকজন আত্মগোপন করেছে।
লাখাই থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।