বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ডাকাতি প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানা পুলিশ জানতে পারে বাহুবল উপজেলার কাশিরামপুর গ্রামের আব্দুল কাইয়ূমের পুত্র কুখ্যাত ডাকাত সোহাগ মিয়ার (২০) বাড়িতে ডাকাত দল জড়ো হয়েছে।
এ খবরের ভিত্তিতে বাহুবল মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সোহাগের বাড়ীতে অভিযান চালায়।
এ সময় কুখ্যাত ডাকাত সোহাগ মিয়াসহ একই উপজেলার অলিপুর গ্রামের মৃত এরশাদুল হকের পুত্র মোঃ শফিক আহমেদ (২৬), রশিদপুর গ্রামের শাহ সুরুজ আলীর পুত্র তফাজ্জুল হক (২২) ও চুনারুঘাট উপজেলার সিড়িকান্দি গ্রামের আব্দুল হাই ওরফে ওহাব উল্লার পুত্র লিমন মিয়া (২৪) কে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
এছাড়াও বাহুবল উপজেলার মির্জাটুলা গ্রামের আলফু মিয়া ওরফে ছাবু মিয়ার পুত্র আমিন আলী (৩৮) ও আনোয়ার হোসেন (৩৬), ভাটপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র লুৎফুর রহমান (৩৫), পূর্ব জয়পুর গ্রামের নূরে আলম (২৫), স্বর্ণরেখ গ্রামের জাহাঙ্গির আলম (৩৫), চুনারুঘাট উপজেলার সিরাজনগর গ্রামের শফিক মিয়া (৩৮), সুন্দরপুর গ্রামের আবু তাহের (৩৪), নবীগঞ্জ উপজেলার রিপন মিয়া (২৬) ও হবিগঞ্জ সদর উপজেলার সুঘর গ্রামের কদ্দুছ মিয়ার পুত্র ফারুক মিয়া (৩২) পালিয়ে যায়।
এব্যাপারে বাহুবল মডেল থানায় পুলিশ বাদী হয়ে ডাকাতদের বিরোদ্ধে মামলা দায়ের করেছে। বাহুবলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্থি বিরাজ করছে।