নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির বলেছেন, আমি সংসদ সদস্য হওয়ার পূর্ব থেকেও হবিগঞ্জ-লাখাইবাসীর সেবায় নিয়োজিত ছিলাম। আর আপনারা ভোট দিয়ে এমপি নির্বাচিত করার পর থেকে জনসেবাকে ইবাদত মনে করেই কাজ করে যাচ্ছি। আর ভবিষ্যতেও আপনাদের সেবায় কাজ করে যাবো। আমি হবিগঞ্জ-লাখাইবাসীকে মডেল আসনে রূপান্তর করবো ইনশাল্লাহ।
শুক্রবার বিকেলে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকাড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি আবু জাহির বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার আগামী ৪ বছরের মধ্যে দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করবে। অল্প কিছুদিনের মধ্যেই হবিগঞ্জ-লাখাইকে শতভাগ বিদ্যুত এর আওতায় আনা হবে। ইতোমধ্যে এই কার্যক্রম প্রায় শেষ হতে চলেছে।
এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। যার ধারাবাহিকতায় আজ গোয়াকাড়া গ্রামে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।
গোয়াকাড়া গ্রামের বিশিষ্ঠ মুরব্বি মোঃ আব্দুল কাদির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও লাখাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোঃ সুলেমান মিয়া, ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, লাখাই উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ আব্দুল মতিন।
সভায় বক্তব্য রাখেন, লাখাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এড. খোকন গোপ, গোয়াকাড়া গ্রামবাসীর পক্ষে বুল্লা ইউনিয়নের মেম্বার আইয়ব আলী, ডা. মোঃ নুর হোসেন, মোঃ ইলিয়াছ মিয়া প্রমুখ।
এ সময় গোয়াকাড়া গ্রামের বিশিষ্ঠ মুরব্বিয়ানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৫৮ লাখ ৪ হাজার ৪শ’ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে ৩৫৮টি মিটারে এ বিদ্যুত প্রদান করে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি।