আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা গোবরখলা গ্রাম থেকে বিজিবির আটককৃত দুই মাদক চোরাকারবারি হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকার বাসিন্দা পংকজ রায়ের পুত্র প্রবীন রায়(৪৫) ও শায়েস্তাগঞ্জ থানার কাজির গাও গ্রামের মৃতঃ তাখের মিয়ার পুত্র শাহিন মিয়া (৪২) কে মাদক চোরাচালান দন্ড আইনে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়,শুক্রবার ২৩ডিসেম্বর বিকাল ৪টায় বিজিবি ৫৫ ব্যাটলিয়নের বাল্লা ক্যাম্পের সুবেদার আঃ আজিজের নেতৃত্বে একদল বিজিবি অভিযান চালিয়ে ৫ বোতল অসি ব্লো ও ৫টি পানির বোতলে রাখা ভারতীয় মদ সহ দুই চোরাকারবারি ও তাদের মোটরবাইক ঢাকা মেট্রো হ- ৩৭-৮০৯৪ কে আটক করেন।
আটককৃত মাদক ও মোটরবাইকের সিজার মূল্য ২ লক্ষ ৭ হাজার ৫শত টাকা। আটককৃত দুই মাদক চোরাকারবারিকে চুনারুঘাট উপজেলা সহকারী ভূমি অফিসার সালাহ উদ্দিন ভ্রাম্যমান আদালত বসিয়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন।