নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা থেকে ৭০ বোতল ভারতীয় মদ সহ পিয়াস মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ওসমানপুর গ্রামের ইয়াকুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে মদ সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুব উপজেলার গোবরখলা গ্রামের জালাল মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়,শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এএসপি মোহাম্মদ খোরশেদ আলম সহ অভিযান চালিয়ে ভারতীয় মদ সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত আসামী ও মাদক চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।