মনিরুল ইসলাম শামীম, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্রী পপি আক্তার শনিবার ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হচ্ছে।
শুক্রবার দুপুরে তার শয্যা পাশে হাজির হন হবিগঞ্জ-সিলেটের দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ সময় তিনি বলেন, মেধাবী ছাত্রী পপি আক্তারকে আমরা অকালে ঝড়ে যেতে দিতে পারি না। তার সুচিকিৎসার ব্যবস্থা করতে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রেজিস্ট্রারের সাথে কথা বলেছি। তারা তার চিকিৎসার দায়িত্ব নেবেন বলে আমাকে প্রতিশ্র“তি দিয়েছেন। আশা করি, শনিবার পপি আক্তারকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হবে।
পপি আক্তার-এর বড় ভাই শাহীন মিয়া বলেন, পত্রিকায় পপির সংবাদটি দেখে বৃহস্পতিবার কেয়া চৌধুরী এমপি মোবাইল ফোনে রোগির সাথে কথা বলেন। শুক্রবার তিনি বাড়িতে এসে পপির সাথে দেখা করে তাকে সাহস যোগিয়েছেন। এ সময় তিনি আমার মাকে মোবাইল ফোনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. নীলাঞ্জন বাবুর সাথে কথা বলার সুযোগ করে দেন। ডা. নীলাঞ্জন বাবু ফোনে আমার বোনের সুচিকিৎসার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
শুক্রবার রাতেই আমি আমার বোন পপি আক্তারকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। তিনি আরো বলেন, কেয়া চৌধুরী এমপি পপি’র চিকিৎসার্থে ৩৭ হাজার টাকা অনুদান দিয়েছেন। তিনি বলেন, সকলের সহযোগিতায় আমার বোন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠছে। এ জন্য আমি সকলের কাছে চীর কৃতজ্ঞ।
উল্লেখ্য, উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের মৃত আব্দুল মান্নানের কন্যা পপি আক্তার স্থানীয় মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী। এ মেধাবী ছাত্রী জেএসসি পরীক্ষায় জিপিএ ৪.২০ ও এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৮৫ পেয়ে উত্তীর্ণ হয়। এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের আগেই দূরন্ত এ মেধাবী ছাত্রীটির জরায়ূতে নানা রোগ দেখা দেয়। দীর্ঘ চিকিৎসার পর সে সুস্থ হয়ে না উঠায় চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কিন্তু আর্থিক সংকটের কারণে তার পরিবার তাকে ঢাকায় নিতে পারছিল না। এ অবস্থায় স্থানীয় সচেতন লোকজন তার চিকিৎসার্থে একটি তহবিল সংগ্রহের উদ্যোগ নিলে বিষয়টি মিডিয়া কর্মীদের দৃষ্টিতে আসে। গণমাধ্যমে এ ব্যাপারে সংবাদ প্রকাশ হলে কেয়া চৌধুরী এমপি সহ স্থানীয় দানশীল ব্যক্তি ও সংগঠন সাড়া দেয়।