ডেস্ক : প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
১৭৪ কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৭শ ভোট।
এ নিয়ে টানা দ্বিতীয়বার নাসিকের মেয়র নির্বাচিত হলেন তিনি। তবে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে এ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হলো।
নারায়ণগঞ্জে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। তাদের মধ্যে ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন পুরুষ এবং ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন নারী।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে বিভিন্ন বেসরকারি টেলিভিশন তার জয়ী হওয়ার খবর প্রচার করছে। তবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এবার ভোট পড়েছে ৬৫ শতাংশ। গতবার যা ছিল ৬৯ শতাংশ।