নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব গ্রামে ক্রিকেট খেলা নিয়ে দুই দল খেলোয়াড়ের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
বুধবার সকালে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের আহসান উল্লার পুত্র সাইফুর রহমানের সাথে একই গ্রামের জিতু মিয়ার পুত্র আব্দুর রউফের মাঝে ক্রিকেট খেলার টস নিয়ে বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে উভয়পক্ষের খেলোয়াড়রা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।
গুরুতর আহত অবস্থায় আব্দুর রউফ (১৮) ও সাইফুর রহমান (১৭) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।