নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরের গরুর বাজার থেকে পরোয়ানা ভুক্ত দুই আসামীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল, সদর উপজেলার জালালাবাদ গ্রামের গেদা মিয়ার পুত্র মাইক্রোবাস চালক বিলাল মিয়া (৩০) ও সদর উপজেলার বগলাখাল গ্রামের সিরাজ মিয়ার পুত্র ফারুক মিয়া।
বুধবার সন্ধ্যায় ডিবি ও সদর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে তাদের আটক করে।
পুলিশ জানায় তাদের বিরুদ্ধে পুলিশ এসল্ট, মাদক ও প্রতারণায় একাধিক মামলা রয়েছে। এতদিন তারা আত্মগোপনে ছিল।