হামিদুর রহমান,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ফেন্সিডিল সহ সোহেল মিয়া নামে এক পাচারকারী কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সন্ধ্যায় বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুরের ভারতীয় সীমান্ত বর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ হেসেন জানান,ওই দিন সন্ধ্যায় গোপন সুত্রে খবর পেয়ে রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য ১৯৮৪ পিলারের নিকট অভিযান চালিয়ে ১৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ উপজেলার বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের ফুল মিয়ার ছেলে সোহেল মিয়া কে আটক করে।