রাতে মহাসড়কে গাড়ি না চালানোর অনুরোধ আইজিপির
দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক:- : রাত ৯টার পর মহাসড়কে গাড়ি না চালাতে মালিকদের অনুরোধ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। একইসঙ্গে হরতাল-অবরোধে দিনে গাড়ি চালানোরও আহ্বান জানান তিনি।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের টেলিকম ভবনে শনিবার বিকেলে বাস মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান।
এ কে এম শহীদুল হক বলেন, হরতাল-অবরোধে সময় দিনের তুলনায় রাতে বেশী সহিংসতা হচ্ছে। এ জন্য রাত ৯টার পর মহাসড়কে গাড়ি না চালানোর জন্য আমি মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি। তবে আপনারা দিনে গাড়ি চালাবেন।
পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও এ সময় দাবি করেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।