আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা শিব নগর থেকে অভিযান চালিয়ে ১৮২ বোতল ভারতীয় মদ ও বহনকারী পিকআপ ভ্যান সহ একজনকে আটক করেছে বিজিবি।
জানা যায়,১৬ ই ডিসেম্বর সন্ধা পৌনে সাত ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৫৫ ব্যাটলিয়নের গুইবিল ক্যাম্পের হাবিলদার গোলাম ফারুক এর নেতৃত্বে একদল বিজিবি উপজেলার শিব নগর নামক কৌশলী অভিযান চালিয়ে পিকআপ ঢাকা মেট্রো ১৬-৫০-৪৪ এ তিনটি বস্তায় থাকা ৮৪ বোতল অফিসার চয়েজ ৯৫ বোতল হোয়াইট ম্যাজিক মোট ১৮২ বোতল ভারতীয় মদ ও সায়েস্তাগন্জ থানার ফরিদপুর গ্রামের মর্তুজ আলীর পুত্র ভ্যান চালক মোঃ আলী (৩৫)কে আটক করেন।
হাবিলদার ফারুক জানান,তিনি মাদক-চোরাকারবারি রোধে বদ্ধ পরিকর।তাই যে ক্যাম্পেই যান সেখানেই ইনফরমার নিয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন এবং তা থেকে তিনি সফলতা পান। তারই সূত্র ধরে গত শুক্রবার তার অভিযান সফল হয়েছে।
আটককৃত ৫ লক্ষ টাকা মূল্যের পিকআপ ভ্যান,২ লক্ষ ৭৩ হাজার ২ টাকা মূল্যের ভারতীয় ও ড্রাইভার মোঃ আলীকে শুক্রবার রাতেই চুনারুঘাট থানায় হস্তান্তর করেছেন বলেও জানান তিনি।