বিশেষ প্রতিনিধি : শুক্রবার বিকেলে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র আয়োজনে এসোসিয়েশনের নিজস্ব অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে “এসো বিজয়ের কথা শুনি” শীর্ষক বীর মুক্তিযাদ্ধাগণের স্মৃতিচারনমুলক ও দেশের গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জনাব সি এম তোফায়েল সামি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা: সি এম দিলওয়ার রানা, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সালেহ চৌধুরী, জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জনাব মোনায়েম নেহেরু, জনাব মো: আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চৌধুরী, জনাব সেকিল চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা ও সভাপতি জনাব সি এম তোফায়েল সামী।
নতুন প্রজন্ম তাঁদের নিকট হতে মুক্তিযোদ্ধের গৌরবান্বিত ইতিহাস শোনে মুক্তিযুদ্ধের বিষয়ে সম্যক ধারনা লাভ করে। সভায় স্বরচিত কবিতা পাঠ করেন মহিলা বিষয়ক সম্পাদক বেগম রোকেয়া খাতুন রুবী।
আলোচনা সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল হান্নান।
আলোচনাসভার পর সাংস্কৃতিক সম্পাদক জনাব আ ফ ম সিরাজুল ইসলাম (শামীম)-এর পরিচালনায় দেশের গানের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন এমাদ আহমেদ মোর্তাজা রনি, নবনীতা দত্ত ও দেওয়ান সামিনা চৌধুরী।