হে স্বাধীনতা –
যুগ-যুগান্তর পেরুল তোমায়
করেছি জয়
আজও তোমার কিসের ভয়?
–
হে স্বাধীনতা –
তুমি কেন আজও পরাধীনতার শৃঙ্খল
বন্দি?
কেন ঐ পাপিষ্ঠাদের সাথে করেছ
সন্ধি?
–
হে স্বাধীনতা –
তুমিতো একেবারে মুক্ত
তবে কেন হয়েছ অপরাধীদের
সাথে যুক্ত?
–
হে স্বাধীনতা –
যারা করছে তোমায় তিরস্কার
তুমি কেন দাও তাদের পুরস্কার?
–
হে স্বাধীনতা –
যারা দেখিয়েছিল নিন্দার যুক্তি
তাদের মুখে কেন দেশ প্রেমের উক্তি?
–
হে স্বাধীনতা –
ঐ প্রভু ভক্তরা আজ দেখায় নীতি,
তারা কি ভুলে গেছে অতীতের স্মৃতি?
–
হে স্বাধীনতা –
দাও তোমার শেষ বানী
সর্বশেষ ইতি টানি।