চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : চট্টগ্রামের সঙ্গেঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনের কাছে মালবাহী একটি বগি লাইনচ্যুত হওয়ায় শনিবার রাত ৭টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আখাউড়া ট্রেন স্টেশনের কর্মকর্তা মহসিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সেপ্রেস ট্রেনের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেট বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে হয়ে যায়। লাইনচ্যুত বগিটি সরানোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।