চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামে উদ্যোগে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদ ব্যাধিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
শুক্রবার রাত বারটা এক মিনিটে উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে ২১বার তুপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের।
এছাড়াও সাংবাদিক ফোরামে সিনিয়র সহ সভাপতি নুর উদ্দিন সুমনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামে সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রুবেল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মনির সরকার, নির্বাহী সদস্য ওয়াহেদ আলী, আব্দুল হাই প্রিন্স সহ আরোও অনেকই।