মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর-মনতলা সড়কের শ্যাওলিয়া ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে রুমান মিয়া (২৬) নামে গাঁজাসহ এক যুবকে গ্রেফতার মাধবপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ১০ কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয় । রুমান উপজেলার আলীনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
গোপন সুত্রে খবর পেয়ে থানার উপ- পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম মাধবপুর-মনতলা সড়কের শ্যাওলিয়া ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিক্সা তল্লাশী করে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ব্যাপারে এএসআই মাহবুবুল আলম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।