নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছ থেকে সিএনজি ছিনতাই করে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
এর সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেনপিপিএম জানান- ছিনতাইকৃত অটোরিক্সা সিএনজি’র উপর মামলা ছিল।
তাই দুই পুলিশ সদস্য মিলে সিএনজিটি থানায় নিয়ে আসছিলেন। এসময় অলিপুর এলাকায় হামলা চালিয়ে সিএনজিটি দৃর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে।