চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার চন্দনা ধলাইপাড় গ্রামের সিরাজ মিয়ার পুত্র ফারুক মিয়া (৩০) কে জি.আর মামলায় গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এ.এস.আই আলমাস মিয়ার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চন্দনা ধলাইরপাড় এলাকা থেকে ফারুক মিয়াকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, ফারুক মিয়ার বিরুদ্ধে জি,আর ১০৬/১১ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ছিল। সে ৫ বছর ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।