চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের জনপ্রিয় ক্লাব ‘পার্টনার স্পোটিং ক্লাব’র জার্সি উন্মোচন করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় চুনারুঘাট লস্কর রেস্ট হাউজের নিচ তলায় পার্টনার স্পোটিং ক্লাবের জার্সি উন্মেচন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এম আকবর হোসেন জিতু। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা যুবলীগের যুগ্ন-সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, সাংগঠনিক সম্পাদক সায়োয়ার আলম আজাদ, দেওয়ান লুৎফুর, পার্টনার স্পোটিং ক্ল¬াবের প্রধান পৃষ্ঠপোষক মাজেদুল ইসলাম লুবন, সুপ্রিয় বনিক, শফিকুল ইসলাম রুবেল, সাইদুুর আলমগীর, শাকিল, রাসেল, দীপু, রতন, লুবন, সৌরভ, মামুন, তাজুল, কাজল, লিজন, বাসু, মীর হোসেন, সায়েম তালুকদার, শামীম জাহাঙ্গীর, সুগরিব, আউয়াল, বুলবুল ও তনয়।
সংগঠনের প্রধান সমন্বয়কারী সুপ্রিয় বনিক জানান- এবার আমাদের দলে জাতীয় দল ও বিপিএল এর খেলোয়ার দ্বারা গঠন করা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৮ ডিসেম্বর দুপুুর ১টায় স্থানীয় ডিসিপি হাই স্কুল মাঠে দুরন্ত টি২০ ক্রিকেট টুর্নামেন্টে উপলক্ষে উক্ত জার্সি উন্মোচন করা হয়। ওইদিন নবাগত বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে স্পোটিং ক্লাব। ইতোমধ্যে চুুনারুঘাটের স্বনামধন্য স্পোটিং ক্লাব ৫ বারের চ্যাম্পিয়ান হওয়ার মর্যদা অর্জন করে এবং ২ বার রানার আপ হয়েছে। উক্ত খেলার জন্য পার্টনার স্পোর্টিং ক্লাব তাদের এ বছরও জার্সি উন্মোচন করে। দুরন্ত টুর্নামেন্ট টি২০ ম্যাচ এর আয়োজনের ফলে চুনারুঘাট উপজেলা জুড়ে ক্রিকেট অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে।