মনিরুল ইসলাম শামিম ॥ জমে উঠেছে বাহুবল উপজেলা পরিষদ মাঠে আয়োজিত মার্সেল নাইট ক্রিকেট টুর্ণামেন্ট। খেলা যত গড়াচ্ছে ততই দর্শকের উৎসাহ উদ্দিপনা বারছে। দর্শকদের এমন উৎসাহ-উদ্দীপনার মধ্যে গতকাল রাত ৯টায় কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাহুবল উপজেলার দুই চিরপ্রতিদ্বন্ধী অনুশীলন ক্লাব ও নগর ক্লাব।
খেলার শুরুতে টসে জিতে অনুশীলন ক্লাব প্রথমে ব্যাটিং করতে নামে। এতে অনুশীলন ক্লাবের অপেনিংয়ে নামা দুই ব্যাস্টম্যানের ধীরতায় নির্ধারিত ৬ওভারে বিনা উইকেটে ৭২ রান করে। তাদের পক্ষে মিথুনজয় ৩৬ ও রিপন মিয়া ২১ রান করেন। পরে ৭৩ রানের টার্গেটে নগর ক্লাব নির্ধারিত ৬ ওভারে ৫৯ রান করতে সক্ষম হলে অনুশীলন ক্লাব ১৩ রানে জয় লাভ করে সেমি ফাইনালে পৌছে।
বিজয়ী দলের পক্ষে মিথুনজয়, ফজলুর রহমান শামীম আহমেদ ও আবু বক্কর সিদ্দিক নিয়ন্ত্রিত বোলিং করেছেন। পরে সেমি ফাইনালে পৌছা ৩ দলের মধ্যে টুর্ণামেন্টের নিয়ম অনুযায়ী একটি দলকে লটারির মাধ্যমে ফাইনালে যাওয়ার নিয়ম থাকায় সেমিফাইনালে উঠা উপজেলা কোয়ার্টার, বাহুবল ডিগ্রি কলেজ একাদশ ও অনুশীলন ক্লাব ৩টির উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে অনুশীলন ক্লাবের নাম উঠলে তাদেরকে ফাইনালিস্ট দল হিসেবে ঘোষণা করা হয়।
আজ সন্ধ্যা ৬টায় লটারীতে অবশিষ্ট থাকা দুইদলের মধ্যে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে জয়ী দলের সঙ্গে অনুশীলন ক্লাবের ফাইনাল ম্যাচটি আগামীকাল শুক্রবার রাত ৮টায় অনুষ্ঠিত হবে।