স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি, জেলা আইজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি মরহুম অ্যাডভোকেট মোঃ আমীর হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল তার গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
মরহুম এডঃ মোঃ আমির হোসেনের মরদেহ মঙ্গলবার ঢাকা থেকে রাত পৌণে ১০ টার দিকে হবিগঞ্জ প্রেসক্লাব সড়কস্থ বাসভবনে নিয়ে আসা হয়। এ সময় সেখানে শোকের ছায়া নেমে আসে। গতকাল সকাল সোয়া ৯টায় মরহুমের মৃতদেহ প্রেসক্লাব ভবনে নেয়া হয়। সেখানে প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সাবেক সভাপতি শামীম আহছান, সফিকুর রহমান চৌধুরী, হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা রফিক, আব্দুল বারী লস্কর, সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, চৌধুরী মোঃ ফরিয়াদ, যুগ্ম সম্পাদক আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, সদস্য খন্দকার নাসির উদ্দিন, সায়েদুজ্জমান জাহির, রাসেল চৌধুরী, এম এ মজিদ, টিভি জার্নালিষ্টের সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া প্রমুখ। পরে টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি সায়েদুজ্জামান জাহির, সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, হারুনুর রশীদ চৌধুরী, চৌধুরী মোঃ ফরিয়াদ, শাহ ফখরুজ্জামান, এম এম মজিদ, শরীফ চেধৈুরী, মোঃ ছানু মিয়া প্রমুখ। এছাড়া হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, শাকিল চৌধুরী, এম এ মজিদ, শরীফ চৌধুরী, ছানু মিয়া, কাউছার আহমেদ প্রমুখ।
প্রেসক্লাব থেকে মরহুমের মৃতদেহ হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ১০ টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সোলামান হোসেন, সাবেক এমপি এডভোকেট চৌধুরী আব্দুল হাই, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, এডঃ আব্দুল মতিন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ মোঃ আব্দুল মোছাব্বির, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সিলেট বেতারের আব্দুর রহিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, মরহুমের ছেলে জুলফিকার হোসেন তানজির। জানাযা নামাজে আইনজীবী, সাংবাদিক, জনপ্রনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে মরদেহ নিয়ে যাওয়া হয় মরহুমের গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার ছয়শ্রী। সেখানে পৌছার পর তাকে এক নজর দেখার জন্য পুরুষ মহিলারা ভীড় জমান। বাদ জোহর ছয়শ্রী গ্রামের সরকারী প্রাইমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও মরহুমের ছোট ভাই সাংবাদিক মহিবুল হোসেন জিতু বক্তব্য রাখেন।
জানায়ায় অংশ নেন আহমদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবেদ হাসান চৌধুরী সনজু, বিএনপি উপজেলা সভাপতি সৈয়দ লিয়াকত হাসান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুুরুল আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোতাহির চৌধুরী, অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা মীর সিরাজ আলীসহ শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
উল্লেখ্য, এডভোকেট মোঃ আমির হোসেন গত ১২ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় ঢাকার ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।