চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার গংঙ্গানগর গ্রামের হাজী আঃ মালেক নামের ৮৫ বছরের এক বৃদ্ধ দশ দিন নিখোঁজ থাকার পর পরিত্যক্ত জলাশয় থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গত ৫ ডিসেম্বর দুপুর ২ ঘটিকায় উপজেলার আমুরোড বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসেন হাপানী রোগী ও মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা বৃদ্ধ হাজী আঃ মালেক। ঐ দিন তিনি আর বাড়ি ফিরেন নি। তার আত্নীয় স্বজনরা এদিক ও দিক খোঁজাখুঁজি করে কোন সন্ধান পান নি।
বাধ্য হয়ে তারা চুনারুঘাট থানায় এ ব্যাপারে একটি জিডি এন্ট্রি করে কয়েকটি দৈনিকে হারানো বিজ্ঞপ্তি দেন এবং খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। ১৪ ডিসেম্বর বেলা ১টায় মাঠে ধান কাটা শ্রমিকরা তাকে কয়েক দিন আগে প্রাপ্তি স্থানের দিকে যেতে দেখেছেন তথ্যের সূত্র ধরে হাজী আঃ মালেকের নাতী উপজেলার গোছাপাড়া গ্রামের জন চলাচল কম এমন এক পরিত্যক্ত জলাশয়ে লাশ পঁচা গন্ধ থেকে নিশ্চিত হন এখানে কোন মৃতদেহ রয়েছে।
কচুরিপানা সরাতে সরাতে এক পর্যায়ে মৃত আঃ মালেকের লাশ পেয়ে যান। তার চিৎকারে আশ পাশের লোকজন জড়ো হয় এবং স্থানীয় চেয়ারম্যান-মেম্বারকে খবর দেয়।বেলা আড়াইটার সময় স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের উপস্থিতি চুনারুঘাট থানা এস আই আঃ মুকিত ও সেলিম মিয়ার নেতৃত্বে মৃতের অর্ধ গলিত লাশ জলাশয় থেকে তোলা হয়।
মৃত আঃ মালেকের ৪ ছেলে আত্নীয় স্বজন সহ উপস্থিত সকলেরই ধারনা হয় তিনি মানসিক ভারসাম্য হারানো অবস্থায় জলাশয়ের মাঝের সরু পথ দিয়ে হাঁটার সময় পা ফসকে পড়ে গেলে শাররিক দুর্বলতার আর উঠতে পারেন নি।
এ অবস্থায়ই তার মৃত্যু হয়। মৃতের সকল আত্নীয় স্বজনরা এ মৃত্যুকে অপমৃত্যু বলে স্বীকার করে দাফনের জন্য লাশ নিয়ে যান।