চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ
হবিগঞ্জের চুনারুঘাটে মহান বিজয় দিবস পালনে জাতীয় শ্রমিকলীগ চুনারুঘাট উপজেলা শাখা এক প্রস্তুতি সভা করেছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা গেইটস্থ জাতীয় শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিকলীগের উপজেলা কমিটির আহ্বায়ক কাউন্সিলর রহম আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব খালেদ তরফদারের পরিচালনায় এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শ্রমিকলীগ নেতা সুমন মিয়া, লুৎফুর রহমান চৌধুরী, পৌর শ্রমিকলীগ সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পারুলসহ ১০টি ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং শায়েস্তাগঞ্জ আঞ্চলিক জাতীয় শ্রমিকলীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় বক্তারা আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সফল ভাবে পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।