উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ আর কোনো প্রার্থী না থাকায় হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাবিনা আলম এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, বর্তমানে জেলা পরিষদের দায়িত্বে আছেন একজন প্রশাসক।
নতুন আইন অনুযায়ী একজন চেয়ারম্যান, ১৫টি ওয়ার্ডে ১৫জন কাউন্সিলর এবং পাঁচটি সংরক্ষিত মহিলা আসনে পাঁচজন কাউন্সিলর নিয়ে জেলা পরিষদ গঠন করা হবে।
এদিকে, সকাল থেকে জেলা নির্বাচন কার্যালয়ে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।