এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ সকল ঈদের সেরা ঈদ, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে জশনে জুলুসের র্যালি ও স্থানীয় জনতার ঢল নেমে।
সোমবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় অত্র ইউনিয়নের ইমাম আহমদ রেযা শাহ্ শামছুদ্দিন আখঞ্জী (রহ:) সুন্নিয়া দাখিল মাদ্রাসা থেকে জশনে জুলুস শুরু হয়। জুলুশটি শেষে মাদ্রাসার মাঠে আসার পরই শত-শত সুন্নি জনতার অংশগ্রহনে পালিত হয় জশনে জুলুসে ঈদে মিলাদন্নবী।
এসময় ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা, সবচে আওলাও আ’লা হামারা নবী, সবচে বালাও আলা হামারা নবী, ধ্বনিতে মুখরিত হয়ে উঠে আহম্মদাবাদ ইউনিয়ন। সোমবার ভোর থেকেই ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাঠবাজার থেকে আখঞ্জী মাদ্রাসার ময়দানে এসে জড়ো হতে থাকেন।
শাহ্ শামছুদ্দিন আখঞ্জী (রহ) একাডেমী ও অত্র ইউনিয়নের গোছাপাড়া যুব ঐক্য পরিষদ, হাজী রিয়াছত উল্লাহ হাফিজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা মাদ্রাসা, মসজিদ, ছাত্র-ছাত্রী ও স্থানীয় লোকজন জুলুসে প্রত্যেকে নিজ নিজ ব্যানারে যোগদেন।
জুলুশ শেষে বিশিষ্ঠ মুরুব্বী সাবু মিয়ার সভাপতিত্বে ও শাহীদ উদ্দিন আখনজীর পরিচালনায় উক্ত মাদ্রাসায় মিলাদুন্নবীর (দ:) তাৎপর্য ও শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিশেষে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাও: শাহ্ জালাল আহমদ আখনজী। জুলুসে মৌলভী ওমর ফারুক চৌধুরী, অধ্যক্ষ কুতুব উদ্দিন আখঞ্জী, আ: গণি, আ: আলী, আ: হাফিজ, ও মাষ্ঠার আ: কুদ্দুস, গোলাম মোস্তফা জামানসহ সমাজসেবক জিতু মিয়া ও যুব ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন এলাকার ঘন্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।