স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ:: নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল নামে খ্যাত দিনারপুর পরগণার পানিউমদা ইউনিয়ন থেকে ২০ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওই এলাকার মৃত নরুল আলীর পুত্র মজুদ মিয়া (৩৫)।
পুলিশ জানায়, ধৃত মজুদ মিয়া পানিউমদা ইউনিয়নের আশেপাশে সহ বিভিন্ন এলাকাজুড়ে দীর্ঘদিন যাবত মরণব্যাধি ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন মাদক সেবনের ব্যবসা করে আসছিল।
সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়ির সামনে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ থাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন মরণব্যাধি সেবনের জিনিস উদ্ধার করা হয়। সোমবার সকালে থাকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।