বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরে ৩৬০ আউলিয়ার সফর সঙ্গী হযরত সৈয়দ শরিফ উদ্দিন শাহ্(রাঃ)ইয়ামেনী,বাগদাদীর ৩ দিন ব্যাপী ওরশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মাজার প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাজার পরিচালনা ও ওরশ পরিচালনা কমিটি গঠন নিয়ে আলোচনা হয়।এবং এক কমিটি গঠন করা হয়।
জানাযায়, স্থানীয় মেম্বার জনাব আব্দুর রশিদ কে সভাপতি ও শামীম তালুকদার কে সাধারণ সম্পাদক এবং হযরত শাহ্ সাহেব (রাঃ)আউলিয়ার বংশধর জনাব সৈয়দ অলিউর রহমান খোকন কে কোষাধ্যক্ষ এবং খাদেম শাহ্ করম আলী(রাঃ)সাহেবের উত্তরসূরি জনাব সানু মিয়া খাদেম কে নিয়ে কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য,সভাপতি ও সাধারণ সম্পাদকগন মিলে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সর্বশেষে আগামী ২১-২২-২৩ ডিসেম্বর পবিত্র উরশ মোবারকে সকল ধর্ম প্রাণ মুসলমান ও আশেকাঁন গনদনেরকে উপস্থিত থাকার জন্য দাওয়াত করা হইল।