আজিজুল হক নাসিরঃচুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গোবরখলা গ্রাম থেকে ৩ বোতল বিআর,৪ বোতল ফেন্সিডিল সহ বিভিন্ন জাতের ৪৯ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি।
১০ ডিসেম্বর রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৫৫ এর কমান্ডার সুবেদার আঃ আজিজের নেতৃত্বে একদল বিজিবি গোবরখলা গ্রামে গিয়ে সিএনজির অপেক্ষায় রাস্তার পাশে মদের বোতল ভর্তি বস্তাটি উদ্ধার করেন।
বিজিবির আঁচ পেয়ে ব্যবসায়ী পালিয়ে গেছে বলে ধারনার কথা জানান,সুবেদার আঃ আজিজ।