মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পৌরশহরে মোবাইল চুরির অপবাদ দিয়ে ২ শিশুকে ঘর থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। এ সময় তাদের রক্ষা করতে গেলে এক শিশুর মাকেও মারধর করা হয়েছে।
শনিবার দুপুরে মাধবপুর পৌরশহরের কাটিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ আহত ২ শিশু পিন্টু দেবনাথ (১২) ও বিকাশ দাসকে (১৩) উদ্ধার করেছে।
এ ঘটনায় পিন্টু দেবনাথের বাবা সুকুমার দেবনাথ বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করার পর পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও নির্যাতিত দুই শিশু জানায়, গত শুক্রবার রাতে কাটিয়ারা গ্রামে ভক্ত রঞ্জন দাসের ঘর থেকে কে বা কারা একটি মোবাইল ফোন চুরি করে নেয়। এরপর শনিবার দুপুরে ভক্ত রঞ্জন দাসের দুই ছেলে অনন্ত দাস (২৫) ও অতিণ্ড দাস (২৮) ওই দুই শিশুকে তাদের ঘর থেকে জোরপূর্বক তুলে নিয়ে আসে।
এরপর ভক্ত রঞ্জন দাসের বাড়িতে পিন্টু দেবনাথ ও বিকাশ দাসকে আটকে রেখে নির্যাতন চালায়। এ সময় পিন্টুকে রক্ষা করতে মা শেফালী দেবনাথ এগিয়ে গেলে তাকে লাথি মেরে ফেলে দেয় অনন্ত দাস ও অতিণ্ড দাস।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন জানান, দুই শিশুকে নির্যাতনের ঘটনায় অনন্ত দাস (২৫) ও অতিণ্ড দাসকে (২৮) গ্রেফতার করা হয়েছে।