এস এইচ টিটু : হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের পাশে পুরাসুন্দা-লাদিয়া সড়কটির বেহাল দশা।প্রায় ৫ কি:মি: এ রাস্তাটি এল জিইডির অধীনে রয়েছে। দীর্ঘ দিন যাবত এ রাস্তাটির সংস্কার না হওয়ায় রাস্তা ভেঙ্গে অনেক জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।ফলে হাজার হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হয়।
সরজমিনে দেখা যায়, পুরাসুন্দা-লাদিয়া সড়কটির পাকা কংক্রিট উঠে বেহাল দশায় পরিনিত হয়েছে। ব্যবহারের অযোগ্য এই রাস্তা দিয়ে যানবাহন সহ সাধারনের চলাচলে মারাত্বক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।এ রাস্তাটি গতের্র সৃষ্টি হওয়ায় ভ্যান, রিকশা সাইকেল, টমটম সিএনজিসহ বিভিন্ন যানবাহন চলাচলে নিদারুন কষ্ট ভোগ করছে জনগণ। মাদ্রাসাসহ অনেক স্কুল, কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এ সড়ক দিয়ে চলাচল করে।
উল্লেখ্য, জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কার বা মেরামত করার ব্যাপারে পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে ভুক্তভোগীরা জানান। বর্তমানে সরকার দেশের বিভিন্ন রাস্তাঘাট সংস্কারের পদক্ষেপ নিলে ও সুরাবই হইতে পুরাসুন্দা হয়ে লাদিয়া গ্রামের এ জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার না হওয়ায় ভুক্তভোগী মহল সংশ্লিষ্ট কতৃপক্কের সু দৃষ্টি কামনা করছেন।এবং ভুক্তভোগী এলাকাবাসী আরও জানান, সড়কটি সংস্কারের ব্যবস্থা করতে স্থানীয় এমপির হস্তক্ষেপ কামনা করছেন।