ডেস্ক : আগামীকাল রবিবার থেকে সারাদেশে আবারো শুরু হচ্ছে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার ‘অবরোধীয় হরতাল’। গতকাল শুক্রবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মিথ্যা মামলায় গ্রেফতার, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে ১১ ফেব্র“য়ারি বুধবার সকাল ৬টা পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি এ হরতাল পালন করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।