রায়হান আহমেদ, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাটে অান্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।
অাজ শুক্রবার সকাল ১১টা উপজেলা কার্যালের সভা কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিলের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. অাবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অালহাজ্ব লুৎফুর রহমান মহালদার, কাজী শাফিয়া অক্তার, দেওরগাছ ইউপি চেয়ারম্যান অালহাজ্ব শামছুন নাহার চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অালহাজ্ব আঃ সামাদসহ উপজেলার নারী-পুরুষ।
সভা শেষে বেগম রোকেয়া দিবসে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের অওতায় চুনারুঘাটের ৫ জন নারীকে পাঁচটি কেটাগরিতে বিশেষ সম্মাননা ক্রেস্ট পদক প্রদান করা হয়। পাচ জয়ীতা নারী হলেন সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য দেওরগাছ ইউপি চেয়ারম্যান অালহাজ্ব শামছুন নাহার চৌধুরী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী অপর্না সিনহা, সফল জননী নারী মোছাঃ হামিদা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় সাবিত্রি নায়েক।