নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাদক সম্রাট আলী আকবরকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে হবিগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল ডিবি পুলিশ পৌর সভার পশ্চিম মাধবপুর এলাকার আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবা সহ আলী আকবর কে গ্রেফতার করে।
হবিগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ(ওসি) কে,এম আজমিরুজ্জামান জানান, সে পুলিশ কে লক্ষ্য করে আক্রমণ করে পালিয়ে যেতে চাইলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। এর আগে থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কয়েকদফা আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে না পারলেও বিপুল পরিমান মাদক উদ্ধার করেন।