এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ শহরে শব্দ দূষনের কারনে অতিষ্ট হয়ে উঠেছেন নবীগঞ্জ বাসী। প্রতিদিন কোন না কোন ভাবে শহর জোরে মাইকিং হচ্ছে।
এছাড়া বিভিন্ন ধর্মীয় অনুষ্টানের স্থান থেকে প্রায় ১ থেকে ২ কিঃমিঃ জোরে ঠাঙ্গানো হয় মাইকের ছাতা। এতে করে বাজারের ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন বাসাবাড়িতে অবস্থানরত মানুষের সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। তার মধ্যে হৃদরোগে আক্রান্ত রোগীরা চরম আতংকিত। শব্দ দূষনের কারনে তারা মারাত্মক যন্ত্রনা ভোগ করতে হচ্ছে।
ব্যবসায়ীরা তাদের ব্যবসা করতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। নবীগঞ্জ শহর ও শহরতলীর আশপাশ এলাকায় ধর্মীয় অনুষ্টান যেমন তাফসীর, ওয়াজ মাহফিল, পুজা ও কীর্তন অনুষ্টান করে থাকেন। কিন্তু তাদের অনুষ্টানের নির্ধারিত স্থান থেকে প্রায় ১/২ কিঃ মিঃ জোরে শহরের গুরুত্বপুর্ণ সড়কে মাইকের ছাতা ব্যবহার করেন। যার আওয়াজ তার ছেয়ে বেশী দুরত্বে যায়।
ফলে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, কাষ্টমারদের সাথে ব্যবসায়ীদের ব্যবসা বানিজ্য করাসহ বাসাবাড়িতে বয়স্ক এবং অসুস্থ মানুষদের চরম ভোগান্তির সীমা নেই। পথচারীরাসহ ব্যবসায়ীরা জরুরী ফোনালাপ করতেও নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
এছাড়াও শহরে গরুর মাংস বিক্রির মাইকিং সাধারণ মানুষের বিরক্তির কারন হয়ে দাড়িয়েছে। ভুক্তভোগীরা এ সব অনুষ্টানের আয়োজকদের প্রতি নির্ধারিতস্থানে মাইকের ছাতা রাখার আহ্বান জানানোর পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।