মনিরুল ইসলাম শামিম ॥ বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ২য় রাউন্ড পালন করা হবে।
এ উপলক্ষ্যে আজ সকাল ১০টায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাসের সভাপতিত্বে ও ইপিআই টেকনিশিয়ান উস্তার মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, আবাসিক মেডিকেল অফিসার মোঃ ইকবাল হোসেন, এসআই রাজকুমার রায়, মা-মনির টেকনিক্যাল অফিসার সৈয়দ ছালিক আহমেদ, সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, আব্দুল মজিদ শেখ, মনিরুল ইসলাম শামিম, হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান, কোর্ট মসজিদের মোয়াজ্জিন আব্দুল আজিজ প্রমুখ।