ডেস্ক : আঃ মালেক ভূঁইয়া নামের এক ৮০ বছরের এক বৃদ্ধ গত ৪ ডিসেম্বর বেলা দুইটায় বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ রয়েছেন।
তার বাড়ী চুনারুঘাট উপজেলার গঙ্গানগর গ্রামে। তার গায়ের রং কালো,হাপানী রোগী, অনবরত হাত দুটি কাঁপে এবং তিনি গুছিয়ে কথা বলতে পারেন না।
যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তবে,এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।০১৭৯২৪৫১৫৯৬।