মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর মুক্ত দিবস ব্যাপক উৎসাহ উদ্দীনপার মধ্যে দিয়ে পালিত হয়েছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা মাধবপুর থেকে পাকবাহিনীকে পরাজিত করে মাধবপুরকে শত্রুমুক্ত করেন।
মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোকলেছুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়।
পরে উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, মুক্তিযোদ্ধা আতাউর রহমান, লোকমান হোসেন, প্রেসক্লাব সেক্রেটারি মো. অলিদ মিয়া, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।