এস.এইচ.লিমন, চুনারুঘাট থেকেঃ চুনারুঘাট মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আয়োজনে স্বাধীনতার পর এই প্রথম পালিত হল হানাদার মুক্ত দিবস (৬ ডিসেম্বর),র্যালী দিয়ে শুরু হয় মুক্ত দিবসের কার্যক্রম।
সকালে শহরের বিভিন্ন সড়কে র্যালী হয়ে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়াময়ে প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু তাহের, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি জনাব আকবর হোসেন জিতু,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন,প্রয়াত নেতা সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এর সুযোগ্য সন্তান জনাব নিজামুল হক রানা, চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল গফফার প্রমুখ।
এছাড়া ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বৃন্দ সহ চুনারুঘাটের সর্বস্তরের জনগন।