আসামপাড়া প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে এক মুক্তিযোদ্ধা পরিবারের বসত ঘর ভেঙ্গে লুঠপাট করা হয়েছে।
এ ব্যাপারে মরহুম মুক্তিযোদ্ধা আঃ লতিফের পুত্র লোকমান হোসেন চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেন।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
জানাযায়-চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের সিমান্ত এলাকার টেকারঘাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ লতিফের পুত্রদ্বয় ঢাকায় থেকে চাকুরী করেন।ফসল উত্তোলনের মৌসুমে তারা বসত বাড়ীতে আসেন এবং কাজ শেষ হলে আবার ঢাকায় চলে যান।
রবিবার সকাল ৯ টায় তার পার্শের বাড়ির রহমত আলীর পুত্র জসিম মিয়া, মোহাম্মদ আলী, ছেরাগ আলী, ও এরশাদ আলীর পুত্র আল আমিন জোড়পূর্বক গাছ কাটতে গেলে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়।
এক পর্য্যায়ে জসিম উল্লেখিত সকলকে নিয়ে তাদের ঘরে ভাংচুর করে আসবাবপত্র ও ৩৬ মন ধান লুঠ করে নিয়ে যায়।তাদের চিৎকার শুনে এলাকাবাসী ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ইউপি সভাপতি রজব আলী এসে পরিবেশ শান্ত করেন।
পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির শালিসের মাধ্যমে শেষ করার কথা থাকলেও হামলাকারীরা মেনে নেয় নি।
পরে লোকমান হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ করলে গতকাল চুনারুঘাট থানার এসআই সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সত্যতা পান।